তনুশ্রী চৌধুরী,পানাগড়:- নির্ধারিত সময়ের পরেও খোলা পানাগড় বাজারের একাধিক দোকান। কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে সমস্ত খোলা দোকান বন্ধ করে শুক্রবার। পাশাপাশি একজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে পানাগড় বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখতেন এবং করোনার যে সমস্ত বিধিনিষেধ রয়েছে এবং প্রশাসনিক নিয়ম রয়েছে তার কোনোটাই তারা মানতেন না। সেই কারণে কাঁকসা থানার পুলিশ অভিযান চালায় পানাগড় বাজারে। বহুবার ব্যবসায়ীদের সতর্ক করা হলেও কিছু ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখতেন যার কারণে অভিযানে নামতে হয় পুলিশকে।আগামী দিনেও লাগাতার অভিযান চলবে বলে জানা গেছে।