তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-এক বিরল প্রজাতির মাছ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।কাঁকসার দু নম্বর কলোনি এলাকার এক বাসিন্দা ওই এলাকার কাঁকর খাদে মাছ ধরছিলেন হঠাৎই তার জালে ধরা পড়ে বিরল প্রজাতির একটি মাছ।এলাকার মানুষ ভিড় জমায় মাছ টিকে দেখতে।বিরল প্রজাতির ওই মাছটি কি ভাবে খাদের মধ্যে এলো কারোর জানা নেই।স্থানীয়রা জানিয়েছেন ওই খাদের মধ্যে আরো অনেক বিরল প্রজাতির মাছ থাকতে পারে। এখনো পর্যন্ত ওই জলাশয় থেকে বেশ কয়েকটি মাছ উঠে এসেছে মাছ ধরার জালে। মাছটি ক্রোকোডাইল মাছ হতে পারে বলে অনুমান স্থানীয়দের।