নীলেশ দাস আসানসোল:- অবশেষে বি সি সি এলের দামাগড়িয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ শুরু হলো। টানা বেশকয়েক দিন কলিয়ারীর কাজ বন্ধ থাকারপর চালু হলো ।এই বিষয়ে বি.সি.সি এলের দামাগরিয়া ডেপুটি পার্সোনেল ম্যানেজার সুমন্ত রায় বলেন, গত মাসের ২২ তারিখ থেকে খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন খনি সংলগ্ন বড়িরা মুচিপাড়ার বাসিন্দারা ।তাদের অভিযোগ ছিল যে মুচিপাড়া বস্তিতে ধস নামার ফলে অনেক বাড়ি ঘরে ফাটল দেখা দেয় ।এরপর পুনর্বাসন দাবি জানিয়ে কয়েকবার প্ৰশাসনিক ও মুচিপাড়া বস্তির মানুষদের সাথে আলোচনা হয় কিন্তু তখনো কোনো সুদুত্তর মেলে নি ।
তাদের দাবি মানা সম্ভব নয় কারণ তারা বি.সি.সি এলের জমির উপর অবৈধ্য ভাবে বসবাস করে আছে তাই কোম্পানি নিয়ম অনুযায়ী প্রতিটি বাড়ি পিছু কুঁড়ি হাজার টাকা করে দেওয়া হবে যেদিন তারা ঘর ছেড়ে চলেযাবে সে দিন ।তবে বৃহস্পতিবার বিকেল থেকে কয়লা খনির কাজ চালু হয়েছে এবং মুচিপাড়ার বাসিন্দারা এসে বলেছে যে খনির কাজ চালু করতে তবে ব্লাস্টিং টা দিনকয়েক বন্ধ রাখতে বলেন, এবং আবারো মুচিপাড়ার বাসিন্দারা আলোচনা তে বসবেন বলেছেন দিন কয়েকের মধ্যে ।তাই সেই মতো খনির কয়লা উত্তোলনের কাজ চালু হয়েছে বলে জানান ডেপুটি পার্সোনাল ম্যানেজার দামাগরিয়া সুমন্ত রায় ।