নীলেশ দাস আসানসোল:- প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, একশো ছুঁই ছুঁই পেট্রোলের দাম, সে হারে বাড়ছে ডিজেলের ও রান্নার গ্যাসের দাম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেড়ে চলেছে শাকসব্জী, মাছ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর দাম। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের কোন হুশ নেই।
তাই শুক্রবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন পেট্রোল পাম্পে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করার কর্মসূচি নেওয়া হয়। আসানসোল উত্তর থানার জুবিলী পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায় আসানসোল উত্তর ব্লকের এস এম মুস্তাফা, মানব মন্ডল, আসানসোল দক্ষিণ ব্লকের যুব কংগ্রেসের সভাপতি সাহ আলম এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পুইতুন্ডি। পাশাপাশি আসানসোলের আশ্রম মোড়ে কুশপুত্তলিকা দাহ করা হয়। সেখানে বিরোধিতা করেন কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে মোদি সরকারের বিরুদ্ধে।
পাশাপাশি আসানসোলের কুলটি ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর বেঙ্গল অটো পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখান কুলটি ব্লক জাতীয় কংগ্রেস। কুলটি ব্লক যুব কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানান এই বিক্ষোভ কর্মসূচি পেট্রল ও ডিজেলের যে হারে নিত্যদিন দাম বেড়ে চলেছ তার কারণেই দ্ৰব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। যার ফলে নিত্যপ্ৰয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি হচ্ছে।বিজেপি সরকার দেশবিরোধী নীতি গুলো সাধারণ মানুষ কে ভুগতে হচ্ছে। তাই এ আই সি সি নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্যে ও জেলা ব্লকে এই কর্মসূচি নেয়া হয়েছে ।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুকান্ত দাস সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা।