নীলেশ দাস, আসানসোল:- কুলটি থানা নিয়ামতপুর বিষ্ণু বিহার কলোনিতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। আর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে। ইসিএলের প্রাক্তন আধিকারিক অজিত কুমার সিনহার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির দরজা ভাঙা হয়। এরপর তছনছ করা হয় ঘর। তবে বাড়িতে কেও না থাকার কারণে ঠিক কি চুরি হয়েছে তা জানা যায়নি।
অন্যদিকে তার পিছনেই স্কুল শিক্ষক দীপক কান্তি মণ্ডলের বাড়ি। তার বাড়ির জানালার গ্রিল ভেঙে চোরের দল ভেতরে ঢোকে এবং আলমারি ভাঙে। দুটি মোবাইল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে প্রায় দেড় বছর ধরে কলকাতায় থাকছিলেন বিষ্ণু বিহারের বাসিন্দা অনিমেষ বিশ্বাস। তার বাড়িটিও ফাঁকা পড়েছিল। বাড়ির গ্রিল ভেঙে চোরের দল ভেতরে ঢোকে। যদিও বাড়িতে তেমন কিছু ছিল না বলে জানা গেছে। কিন্তু পরপর এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।