সোমনাথ মুখার্জি লাউদোহা :- পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কোলিয়ারি এলাকায় রয়েছে ভিশন লাইফ মানবাধিকার ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা । কোরোনা কালে এই সংস্থা নানানভাবে মানুষের সাহায্যে পথে নেমে এসেছে । কখনো এই সংস্থার তরফ থেকে কোরোনা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়েছে নতুন কায়দায় সাধারণ মানুষকে । কখনো বা সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংস্থা ।
একদম অন্যরকমভাবে এই সংস্থার তরফে আজ এলাকায় পথ চলতি যেসব মানুষের পায়ে চপ্পল নেই,সেই সব মানুষের পায়ে চপ্পল পড়িয়ে সকলের দৃষ্টি কাড়ল । একেবারে পায়ে হাত দিয়ে সাধারণ গরিব মানুষের পায়ে পরিয়ে দিল নতুন চপ্পল । সাধারণ মানুষের দৃষ্টি কাড়ায় সাথে সাথে নতুন চপ্পল পে আশীর্বাদ দিতে ভুলল না গরিব মানুষগুলো ।