সংবাদদাতা, অন্ডাল : কয়েকদিন আগেই উখরা পুলিশ আউটপোস্ট-এ আই সি পদে যোগ দিয়েছেন মহিলা পুলিশ অফিসার নাসরিন সুলতানা । শুক্রবার ''উখরা লিডিং friend's"- নামে একটি সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় । উখড়া আউটপোস্টে এদিন সংস্থার প্রতিনিধিরা তাকে পুষ্পস্তবক, মানপত্র উপহার দেন ।
সংস্থার পক্ষে প্রতিনিধি দলে ছিলেন সংস্থার চেয়ারম্যান নরেশ শর্মা , তারিক শামীম সিদ্দিকী, মনোজ শর্মা, সব্যসাচী সাধু সহ অন্যরা । নরেশ বাবু জানান উখরা আউট পোস্টে নাসরিন সুলতানা প্রথম মহিলা আইসি। তাই সংস্থার পক্ষ থেকে আমরা তাঁকে সংবর্ধনা দিলাম । আলাপচারিতার পর আইসি নাসরিন সুলতানা জানান আমি সবাইকে সাথে নিয়ে কাজ করার পছন্দ করি । আশাকরি উখরার বাসিন্দাদের ও সহযোগিতা পাব ।