Type Here to Get Search Results !

পূর্ব বর্ধমান জেলায় গঠিত হলো ট‍্যুরিস্ট বাস মালিকদের এস‍্যোসিয়েশন

কোভিড সংক্রমণের প্রথম পর্যায় থেকে পর্যটন শিল্প থমকে গেছে। এর ফলে চরম সমস্যায় ট‍্যুরিস্ট বাস মালিকরা।আজ  সেই বাস মালিকরা নতুন করে সংগঠিত হলেন পূর্ব বর্ধমান জেলায়।সেজন্যই আজ ট‍্যুরিস্ট বাস মালিকদের বৈঠকের মাধ‍্যমে গঠিত হলো এস‍্যোসিয়েশন ।

করোনা মহামারীর সংক্রমণের  প্রথম বছর থেকেই  ট্যুরিস্ট  বাসগুলোর উপর পড়েছে লকডাউনের  ধাক্কা। একেবারেই ভাড়া নেবার কেউ নেই।।এবছরেও বাসগুলো করোনা সংক্রমণের ও লকডাউনের কারণে প্রায়  সবই বন্ধ ।এইসব সমস্যা নিয়ে বর্ধমানের আলিশা বাসস্ট‍্যান্ডে সংগঠিত হলো পূর্ব ও পশ্চিম বর্ধমানের ট‍্যুরিজম বাস মালিকদের নিয়ে আলোচনাসভা। 

এই সংগঠনের এক সদস‍্য জানান, সরকারি বিধিনিষেধ মেনে আমরা বাস না চালিয়ে বন্ধ করে রেখেছি। তা ছাড়া বিভিন্ন সরকারি ব্যাংক বা বেসরকারি  সংস্থা থেকে তারা ঋণ নিয়েই বাস কিনেছেন। সেইজন্য বড় পরিমাণ টাকা কিস্তি দিতে হয়। দিতে হয় বড় টাকার বীমার খরচ। কর্মচারিদের বেতন সহ নানা আনুষঙ্গিক খরচও কম নয়। 

সব মিলে তাদের তেমন কোনোও আয় না থাকলেও বিপুল ব্যয় সামলাতে হচ্ছে। এই নিয়ে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের কাছে তারা দাবি জানাবেন। আপাতত কিস্তি আর বীমার টাকা গ্রহণ স্থগিত করা হোক। নইলে তাদের সমস্যা মিটবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad