দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পর দুপুর নাগাদ বীরভূমের সিউড়িতে নামল জোর বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। যদিও অন্যান্য দিনের মতো বজ্রপাতের ঘটনা সেইভাবে ঘটেনি শুক্রবার এই বৃষ্টিতে। বৃষ্টির কারণে সিউড়ি শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছুক্ষণের জন্য। সিউড়ি শহরের একাধিক নিকাশি নালা নোংরা আবর্জনায় বন্ধ থাকার কারণেই জল উঠে পড়ে রাস্তার ওপর।