দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- সরকারি বৈদ্যুতিক খুঁটি থেকে বৈদ্যুতিক আলো চুরি করার অপরাধে এক ব্যক্তিকে আটক করল বীরভূমের সিউড়ি থানার পুলিশ। সিউড়ির কোট বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করল পুলিশ। কি কারনে বৈদ্যুতিক আলো চুরি করে সে, কারো নির্দেশে করেছে কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই ওই ব্যক্তিকে সিউড়ি থানাতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যক্তিকে। সিউড়ির কোর্টবাজার চত্বর থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।