দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- ফের বড়সড় সাফল্য দুবরাজপুর থানার পুলিশের। দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে আজ ২২ টি মোটর বাইক উদ্ধার করা হয়। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে গত ৬ জুন ১৪টি মোটর বাইক উদ্ধার করেছিল দুবরাজপুর থানার পুলিশ।
গ্রেপ্তার করা হয়েছিল পাকুড়িয়া গ্রামের মহম্মদ সাইন আলম ও সেখ আবুল এবং চাপলা গ্রামের অভিজিত রায়কে। তাঁদেরকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তাঁদের হেফাজতে নিয়ে দুবরাজপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর আজ আরও ২২ টি মোটর সাইকেল উদ্ধার করে।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর তাঁরা দোবান্দা গ্রামের সেখ লাল্টুর নাম করে। পুলিশ সেখ লাল্টুর বাড়িতে গিয়ে মোটর সাইকেল গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও পর্যন্ত দুবরাজপুর থানার পুলিশ মোট ৩৬ টি মোটর সাইকেল উদ্ধার করেছে। সেখ লাল্টু এখন পলাতক। পুলিশ খোঁজ শুরু করেছে।