তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার গোপালপুরে গত কয়েক মাস ধরে হানা দিয়ে ২৩৭ টি দেশি ও বিদেশি মদের বোতল আটক করেন কাঁকসা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গোপালপুরের উত্তর পাড়ার বাসিন্দা দীপঙ্কর ভৌমিকের বাড়ি থেকে বেআইনিভাবে বিক্রি হওয়া দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার হলেও পুলিশ আসার আগেই দীপঙ্কর ভৌমিক এলাকা ছেড়ে পালিয়ে যান।
বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গোপালপুর থেকে দীপঙ্কর ভৌমিককে গ্রেপ্তার করেন।বৃহস্পতিবার বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার দীপঙ্কর ভৌমিককে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেন কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২৩৭ টি দেশি ও বিদেশি মদের বোতল পাওয়া গেছে তার বাড়ি ও বিভিন্ন এলাকা থেকে। কয়েক মাস ধরে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন।