বিজেপি ছেড়ে হাজার খানেক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক নেপাল ঘরুই। পূর্ববর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর ও কৃষ্ণরামপুর অঞ্চলের বিজেপির একটা বড় অংশ রবিবার সন্ধ্যায় দলবদল করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি জাকির হোসেন,রাজ্য তৃণমূল কংগ্রেস SC সেলের সদস্য সুন্দর পাসোয়ান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম।
রবিবার সন্ধ্যায় এলাকায় নব নির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দেওয়ায় জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠান বিজেপির বিভিন্ন বুথের নেতারা হাজির হন। তাদের মাধ্যেমে এক হাজার পরিবার তৃণমূল যোগদান করেছেন। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হতেই ওই যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা।