নীলেশ দাস,আসানসোল:- শিলিগুড়ির মত আসানসোলেও মিলল ম্যাগনেট ম্যানের খোঁজ। আসানসোলের ম্যাগনেটে ম্যানের নাম অঙ্কুশ সাউ। উত্তর আসানসোলের সুকান্তপল্লীর বাসিন্দা ২৭ বছরের অঙ্কুশ সাউয়ের শরীরে লোহার চামচ, গাড়ির চাবি, বা গাড়ির রেঞ্জ যেকোন ধাতব বস্ত চুম্বকের মত আটকে যাচ্ছে। আসানসোল পুরনিগমের অস্থায়ী পুরকর্মী অঙ্কুশের দাবি ভ্যাকসিন নেওয়ার পরেই এই আজব ঘটনা ঘটছে তাঁর শরীরে। গত ৮ জুন তিনি পুরনিগমের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিয়েছিলেন। টিভিতে এই আজব খবর দেখার পর তিনিও নিজের শরীরে পরীক্ষা নিরীক্ষা করতেই এই ঘটনা সামনে আসে। অঙ্কুশও দেখেন শরীরে ধাতব জিনিষ চুম্বকের মত চিপকে যাচ্ছে। অঙ্কুশের দাবি ভ্যাকসিন নেওয়ার পরেই এই ঘটনা ঘটছে। আগে কখনও এমন হয়নি।