সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :-পথযাত্রাই যন্ত্রণা, পাণ্ডবেশ্বরের কুমারডিহি থেকে জোয়ালভাঙা যাওয়ার রাস্তার চিত্র । কয়েক বছর আগে কোটি টাকা খরচ করে পাকা রাস্তা তৈরি হয়েছিল বাকোলা রেলগেট থেকে জোয়ালভাঙ্গা পর্যন্ত । এই রাস্তা তৈরি হয়েছিল ইসিএলের উদ্যোগে জেলা পরিষদের তত্ত্বাবধানে । রাস্তা বছর তিনেক হতেই এমন বেহাল অবস্থা যে বোঝা কঠিন রাস্তা পিচের তৈরি পাকা রাস্তা নাকি মাটির কর্দমাক্ত রাস্তা ।
এই রাস্তার ওপর দিয়ে অনবরত চলে অবৈধ ওভারলোড বালির গাড়ি । সাথে চলে বৈধ বালির গাড়ি ও ইসিএলের কয়লাবোঝাই গাড়িগুলি । আর এই ওভারলোডিং গাড়ির চলাচলের জন্যই রাস্তার বেহাল অবস্থা হয়েছে এমনটাই মনে করছেন স্থানীয়দের একাংশ । একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া জীবনের ঝুঁকি নেওয়ার মতো । যেকোনো সময় পিছলে পড়ে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা । আর সবকিছু দেখে শুনেই প্রশাসন নিশ্চুপ । হুঁশ নেই ইসিএল তথা পঞ্চায়েতের ।
আর এই পথ যন্ত্রণায় জেরবার স্থানীয় মানুষজন, কেননা কুমারডিহি এলাকা থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার মূলত এটাই প্রধান রাস্তা । রাস্তা দিয়ে যাওয়া বাইক আরোহীরা প্রশ্ন করেন যে কবে এই রাস্তা আবার আগের মতো হবে? কবে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তায় এই রাস্তা দিয়ে পারাপার করতে পারবে ?