Type Here to Get Search Results !

পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে সিটুর বিক্ষোভ প্রদর্শন

নীলেশ দাস আসানসোল:- করোনা সংক্রমণের কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। দুবেলা দু মুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আর প্রায়দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য। কারণ পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি। আর তাই আজ অতিরিক্ত পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে সিটুর নেতৃত্ব ও কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। 

প্রসঙ্গত, দিনের পর দিন যেভাবে পেট্রল ও ডিজেলের দাম বেড়েই চলেছে।এর ফলে মানুষেরা অনেক সম্যসায় পড়েছেন।একেই করোনা মহামারী তার উপর পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এই দুই এর কারনে চরম সম্যসায় পড়েছে সাধারন মানুষ।

এদিন অরবিন্দ ঘোষ বলেন' পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সারা রাজ্যে সি আই টি ও পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে। এখন সারাবিশ্বে কাঁচা তেলের দাম কম, কিন্তু সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে পেট্রোল-ডিজেলের সবথেকে দাম বেশি । কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে পেট্রোল এর উপরে ৫৬ শতাংশ কর বসিয়েছে ও ডিজেলের ওপরে ৬১ শতাংশ কর বসিয়েছে। এই কর তুলে দিয়ে যদি জিএসটি বসানো হয় তাহলে আমাদের দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমে যাবে। মহামারী সময় জিনিসপত্রের দাম বাড়ছে কারণ পরিবহনের খরচ বাড়ার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, তাই তাদের দাবি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে পেট্রোল-ডিজেলের কর কমানোর জন্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad