নীলেশ দাস, আসানসোল:- মঙ্গলবার দুপুরে সালানপুর থানার অন্তর্গত সিদাবাড়ি গ্রামের নদীর পাশের জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছাড়ায়।
স্থানীয় সূত্রে যানা যায় যে সিদা বাড়ি গ্রামের শেষে ঠিক নদীর ধারে জঙ্গলে একটি গাছের মধ্যে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় কিছু গ্রামবাসীরা। খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে।পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে ময়না তদন্তের পাঠায়।
তবে এখন পর্যন্ত ওই মৃত যুবকের কোন পরিচয় জানা যায়নি।পুলিশ সূত্রে জানাজায় যে মৃত যুবকের ঝুলন্ত দেহের ঠিক পাশেই একটি সাইকেল পড়ে ছিলো এবং একটি থলি ছিলো ।মৃত যুবকটির পরনে বাদামি রঙের বারামুন্ডা ও নীল রঙের গেঞ্জি ছিলো।পুলিশ তরফে খোঁজ খবর নেওয়া হয়।তবে এখনো পর্যন্ত মৃত যুবকের কোন পরিচয় জানা যায়নি।তবে পুলিশ তদন্ত শুরু করছে এটি আত্মহত্যা না হত্যা ।