বাঁকড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাঁকুড়া খ্রীশ্চান কলেজে বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমৃল রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী জানান। 'দলত্যাগী কেউ দলে ফিরতে চাইলে তাঁকে দলে নেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন নেত্রী দিদি। আমরা সেই সিদ্ধান্তে একমত।নির্বাচনের আগে তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তের দলে ফেরা প্রসঙ্গে এই মন্তব্য করলেন । একই সঙ্গে অতি সম্প্রতি ফের মুকুল রায় তৃণমূল এ ফিরে আসাতে কতটা শক্তিশালী হলো দল এ প্রশ্নের উত্তরে সায়ন্তিকার দাবী আমাদের দল এমনিতেই শক্তিশালী। উনি অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতা। দিদি ওনাকে স্বাগত জানিয়েছেন, তাই আমরাও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আগামী দিনে তারা একসাথে কাজ করতে পারবেন বলে তিনি আশাবাদী।
রাজ্য তৃণমূলের সম্পাদিকা, তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী এদিন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাঁকুড়া খ্রীশ্চান কলেজ ক্যাম্পাসে নিজের হাতে একটি চারা গাছ রোপন করেন।এদিনের এই কর্মসূচীতে সায়ন্তিকা ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার 'প্রশাসক' অলকা সেন মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া জেলা ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু সহ অনান্যরা।