Type Here to Get Search Results !

১৫০ জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন বিধায়ক

ফের ঘরে ফেরালেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। রবিবার ১৫০ জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরানো হল পূর্ব বর্ধমানের ভাতারে।বিধায়ক মানগোবিন্দ অধিকারী কথা দিয়েছিলেন ব্লক প্রশাসন ও পুলিশ আধিকারিকদের। তৃণমূল কংগ্রেসের জন্য যদি কেউ গ্রামছাড়া থাকে তাদেরকে তৃণমূল কংগ্রেস বাড়ি ফিরিয়ে আনবে।

বিধায়ক খবর পান ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের  বেশ কয়েকটা  গ্রামের প্রায় ১৫০টি  পরিবার গ্রামছাড়া রয়েছে।পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে এদিন তাদের গ্রামে ফেরালেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

এরমধ্যে মোহনপুর, হরিবাটি চাঁদাই কামারপাড়া, এলাকার বিজেপি কর্মীরা ছিলেন।বিজেপি কর্মী কুণাল ঘোষ,রমেশ দাসরা জানান, আমরা ভোটের ফল প্রকাশের পরই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আমাদেরকে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী মারধর করে নি।এরপর গতকাল ফোনে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যোগাযোগ করে বাড়ি ফেরার জন্য। আজ বিধায়ক ও পুলিশের তৎপরতায় আমরা বাড়ি ফিরলাম।বিধায়ককে অসংখ্য ধন্যবাদ।

বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান প্রশাসন আমার কাছে আর্জি জানিয়েছিলেন যে, যে সমস্ত মানুষজন গ্রামছাড়া রয়েছে তাদেরকে বাড়ি ফেরাতে হবে। আমি সেই চেষ্টাই করছি। বনপাস গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৫০ টি পরিবার গ্রামে ফিরল।সঙ্গে ভাতার থানার পুলিশ আধিকারিকরা ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad