নীলেশ দাস ,আসানসোল:- ডাকাতি করার ছক বানচাল করলো সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। প্রসঙ্গ;শুক্রবার মধ্য রাতে সশস্ত্র ছয় জন দুষ্কৃতীদের গ্রেপ্তার করে সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত মালবহাল ফুটবল ময়দানের কাছ থেকে এই ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। যদিও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরো কয়েকজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান,এক রাউন্ড গুলি,ধারালো অস্ত্র ,লোহার রড। এই ছয় জন দুষ্কৃতীদের নাম হলো গণেশ ধীবর,রামেশ্বর দাস, সমীর বাউরি,গোপী বাদ্যকর, পাপ্পু পোদ্দার ও লক্ষীকান্ত বাউরি। শনিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাতে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে,মালবহাল ফুটবল ময়দানের সামনে জনা নয়েক যুবক সন্দেহ জনক যুবক ঘোরাঘুরি করছিলো। রূপনারায়ানপুর ফাঁড়ির একটি টহলদারি গাড়ি নিয়ে পুলিশ সেই এলাকায় গিয়ে হানা দিয়ে ৬ জন কে ধরে ফেলে। তিনজন পালিয়ে যায়।
ধৃতদের কাছ থেকে পাইপ গান ও গুলি পাওয়ার পরে পুলিশের জেরায় তারা স্বীকার করে,তারা এদিন রাতে এলাকায় ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিলো। পুলিশ জানায়, ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা করে তাদের সঙ্গীদের ধরা হবে বলে জানা যায়।