দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- বীরভূমের কাঁকর তলা থানার অন্তর্গত বড়রা গ্রামের শ্মশান ঘাট থেকে বৃহস্পতিবার পুলিশ দু ব্যাগ বোমা উদ্ধার করল। মনে করা হচ্ছে ওই দুই ব্যাগ আনুমানিক কুড়িটি বোমা রয়েছে। গত ২৭ এপ্রিল শেখ এনামুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ব্যক্তির বয়ান অনুসারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সময় এদিন এই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বোমা গুলি বোম্ব স্কোয়াডের দল এসে নিষ্ক্রিয় করবে বলে জানা গেছে। অন্যদিকে পুলিশ সুত্রে খবর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগামী দিনে হয়তো আরো কোনো বড় সাফল্য পেতে চলেছে কাঁকর তলা থানা পুলিশ।