নীলেশ দাস ,আসানসোল:- ইসিএল পরিচালিত নার্সিং স্কুল বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় ওই নার্সিং স্কুলের ছাত্রীরা। ঘটনাটি কাল্লার ইসিএল হাসপাতালের। আসানসোল উত্তর থানার কাল্লা এলাকায় অবস্থিত এই হাসপাতালে মূলত ইসিএলের কর্মচারীদের চিকিৎসা হয়ে থাকে। সেই হাসপাতালের পাশেই রয়েছে নার্সিং স্কুল।
সেই স্কুলটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাল্লা হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অভিযোগ এনে কাল্লা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার কে প্রায় চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখায় । নার্সিং ছাত্রীরা কাল্লা হাসপাতালের প্রধান দরজা বন্ধ করে বিক্ষোভ করে উত্তেজিত ছাত্রীরা।ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ ও ইসিএলের নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।