ওয়েবডেস্ক:- করোনার প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়েও বিপর্যস্ত হয় একাধিক দেশ। ভারতেও একমাস আগে চিত্রটা ছিল ভয়াবহ। গতবছর থেকেই করোনায় বদলে গিয়েছিল গোটা বিশ্বের জনজীবন।এই পরিস্থিতিতে বিশ্ববাসীর চিন্তা আরও বাড়িয়েছে করোনার তৃতীয় ঢেউ।
SA technically entered the 3rd wave today as the national 7-day moving average incidence (5959 cases) now exceeds the new wave threshold as defined by the Ministerial Advisory Committee.
— NICD (@nicd_sa) June 10, 2021
গবেষক থেকে শুরু করে চিকিত্সা বিজ্ঞানীদের সেই আশঙ্কাকে সত্যি করে দক্ষিণ আফ্রিকাতে ইতিমধ্যে আছড়ে পড়ল কোভিডের তৃতীয় ঢেউ । সেদেশের স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সরকারিভাবে সেকথা স্বীকারও করে নেওয়া হয়েছে।
The MAC advisory defined the new wave 7-day moving average threshold as 30% of the peak incidence of the previous wave.
— NICD (@nicd_sa) June 10, 2021
পাশাপাশি জানানো হয়েছে, আগের তুলনায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ শতাংশ।চিকিত্সা বিজ্ঞানী থেকে গবেষক-প্রত্যেকেই ইতিমধ্যেই এই প্রসঙ্গে সাবধান করেছিলেন। জানিয়েছিলেন, যেকোনও সময় আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ।
যেখানে মারণ ভাইরাসটি রূপ বদলে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে । সংক্রমণ ছড়াবেও আরও দ্রুত বেগে। এবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ বা NICD-র পক্ষ থেকে টুইটে স্বীকার করে নেওয়া হল, করোনার তৃতীয় ঢেউ দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেছে।