অনলাইনে খাবার পরিষেবা দিতে গিয়ে পুলিশী হয়রানির শিকার হচ্ছেন ডেলিভারিম্যানরা, এই অভিযোগ তুলে কাজ বন্ধ রাখল একটি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা।শনিবার তারা বর্ধমানের বীরহাটার পার্বতী মাঠের সামনে জমায়েত হয়।ঘণ্টা পাঁচেক ডেলিভারি পরিষেবা তারা বন্ধ রাখে।
গতকাল রাত থেকে পুলিশ তাদের কাজ করতে মানা করেছে বলে অভিযোগ সংস্থার কর্মীদের। এমনকি আজ সকালে খাবার ডেলিভারি করতে গেলে তাদের কয়েকজন কর্মীকে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে খাবার ডেলিভারি বন্ধ রাখল ওই সংস্থার বর্ধমানে কর্মরত কর্মীরা। পুলিশের এই আচরণের বিরুদ্ধে বর্ধমানের বীরহাটার পার্বতী মাঠের ক্লক টাওয়ারের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জানান সংস্থার কর্মীরা।
এই টানা লকডাউনে প্রাণের ঝুঁকি নিয়েই ঘরবন্দী মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে ডেলিভারি সংস্থার কর্মীরা।একদিকে কোভিড অন্যদিকে ঝড়বৃষ্টি, রোদ মাথায় নিয়েই তারা প্রতিদিন পরিষেবা সচল রেখেছে তারা।
শেষে পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ডেলিভারি সংস্থার কর্মীদের কোভিড বিধি মেনেই পরিষেবা দিতে হবে।ভুল বোঝাবুঝি হয়েছিল সে সব মিটে গেছে।