গৃহহীন ব্রাহ্মণ গৃহবধূ আশা মুখার্জ্জীর পাশে ফজিলা বেগম।সম্প্রীতির নিদর্শন পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামে। এবার গৃহহীন দুঃস্থ ব্রাহ্মণ গৃহবধুূ আশা মুখার্জ্জীর পাশে দাঁড়ালেন ফজিলা বেগম। সোস্যাল মিডিয়ায় ব্রাহ্মণ পরিবারের দুরাবস্থা দেখে সাহায্যের প্রতিশ্রুতি দেন ফজিলার স্বামী জাহির আব্বাস মণ্ডল। যেমন কথা তেমন কাজ।
পরদিনই নিজেই গাড়ি করে ওই ব্রাহ্মণ পরিবারের বাড়িতে খাবার ও নগদ অর্থ সহায্য নিয়ে পৌঁছে যান। তুলে দেন চাল ডাল তেল সবান আলু পেঁয়াজ সহ যাবতীয় সামগ্রী। পাশাপাশি পরিবারের ছেলে মেয়েদের জামাকাপড় কিনতে নগদ টাকাও সাহায্য করেন।
ঘুরে দেখেন মহিলার বাড়ি। তার বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ফজিলা বেগম। গ্রামে আরো পাঁচ ছয়টি ব্রাহ্মণ পরিবারের মধ্যে খাদ্য সংকট রয়েছে। পরিবার গুলি পুজো অর্চনা করেই দিন গুজরান করেন। লকডাইন শুরু হওয়ায় দিন আনি দিন খায় পরিবার গুলিতে সংকট দেখা দিয়েছে।