দিব্যেন্দু গোস্বামী,বীরভূম :- বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গত কয়েকদিন ধরেই অসুস্থ। এর মাঝে তার শারীরিক অসুস্থতা বাড়লে তাকে কলকাতায় পাঠানো হয় চিকিৎসার জন্য। বর্তমানে তার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে এর পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় পূজা পাঠ শুরু করলেন বীরভূমের তৃণমূল কর্মীরা।
এদিন সিউড়ি শহরে মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা সিউড়ি মৌমাছি কালী মন্দির এবং সিউড়ির রবীন্দ্রপল্লীতে থাকা পিরতলায় পুজো দিলেন।