রাজ্যপালকে অপসারণের দাবিতে পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যাণ্ডে অবস্থান বিক্ষোভ যুব তৃণমূল কংগ্রেসের। তাদের দাবি, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।নরেন্দ্র মোদি আর অমিত শাহের এজেন্ট হিসেবে রাজ্যপাল এই রাজ্যে কাজ করছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছেন।বিষয়টি মেনে নিতে পারছে না বিজেপি।ঠিক সেই কারণেই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।
প্রসঙ্গত,উল্লেখ্য নারদ মামলায় সোমবার সিবিআই গ্রেফতার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।এরপরই তোলপার হয়ে উঠে রাজ্য রাজনীতি।
ক্ষুদ্ধ হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। রায়না বাসস্ট্যাণ্ডে বিক্ষোভরত তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব আরও দাবি করেন, শান্ত বাংলায় থেকে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা যেন খুব শীঘ্রই এই বাংলা থেকে বিদায় নেয়।