ফের অক্সিজেন সিলিন্ডার উদ্ধার পূর্ব বর্ধমানের মেমারিতে । বুধবার ফের হানা দিয়ে মেমারি ২ নম্বর ব্লকের পাহাড়হাটি থেকে ৪৭টি জাম্ব অক্সিজেন সিলিণ্ডার বাজেয়াপ্ত করে মেমারি থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পাহাড়হাটী বিডিও অফিসের কাছে ৯ টি অক্সিজেন সিলিণ্ডার বাজেয়াপ্ত করে পুলিশ।
পাশাপাশি মেমারি শহর থেকে ওইদিন আরো একটি অক্সিজেন সিলিণ্ডার বাজেয়াপ্ত করে পুলিশ । পরদিন সোমবার মেমারি থানার পুলিশ আরো চারটি অক্সিজেন সিলিণ্ডার বাজেয়াপ্ত করে । সোমবারই অভিযুক্ত দিপঙ্কর দত্তকে বর্ধমান আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।
এদিন সকালে অভিযুক্ত দীপঙ্কর দত্তকে সঙ্গে নিয়ে মেমারী থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে ফের অভিযান চালায় পুলিশ। এদিনের অভিযানে অন্য একটি গোডাউন থেকে ৪৭ টি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার হয়। উদ্ধার হওয়া অক্সিজেন সিলিণ্ডার গুলিকে জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।