সোমনাথ মুখার্জি,লাউদোহা:- দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও। ২০২০ র করোনার প্রথম ঢেউয়ে সেরকমভাবে সংক্রমণ ছড়ায়নি পশ্চিম বর্ধমান জেলায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক আকার নিয়েছে পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যায়। এই মুহূর্তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজ নিজ মত তাদের করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন ।
ঠিক এভাবেই পশ্চিম বর্ধমান জেলার ঝাঁঝরা এলাকার "ভীসন লাইফ মানবাধিকার সংগঠনের" সদস্যরা অভিনব কায়দায় করোনা সম্পর্কে মানুষকে সচেতন করছেন ।এর সাথে সাথে বিলি করছেন মাস্ক ও সানরাইজার্ । করোনা সম্পর্কিত যেকোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করার বার্তা দিচ্ছেন ।
সংস্থার পক্ষে কুলদীপ কুমার সিং জানান "করোনা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই । সোশ্যাল ডিস্টেনসিং পালন করুন, মাস্ক পরুন বারেবারেই স্যানিটাইজার ব্যবহার করুন । আর যে কোনো সহায়তার জন্য আমাদের সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন" ।