সোমনাথ মুখার্জি, লাউদোহা:- পান্ডবেশ্বর বিধানসভার বনগ্রাম মিলন সমিতি ক্লাব ।দীর্ঘ দশ বছর ধরে এই ক্লাব এলাকার মানুষের পাশে থেকেছে। ক্লাবের সভাপতি গঙ্গাধর গোস্বামী জানান,আজ থেকে দশ বছর আগে এলাকার গরিব মানুষদের কথা ভেবেই এই ক্লাব প্রথম দুটি অক্সিজেন সিলিন্ডার রেখেছেন নিজেদের কাছে।যখনই কোনো গরিব মানুষের দরকার পড়েছে একেবারে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছেন তাঁরা ।বর্তমানে করোনা অতিমারির কারণে দেশজুড়ে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। আর এবারে করোনার থাবা গ্রামেগঞ্জেও বসিয়েছে ব্যাপকভাবে ।তাই গত বছরই আরও চারটি অক্সিজেন সিলিন্ডার এই ক্লাব কর্তৃপক্ষ জোগাড় করেছেন ।কিন্তু বর্তমানে যেভাবে সংক্রমণ ছড়িয়েছে তাতে ছ টি সিলিন্ডারে কাজ হচ্ছে না ।
আজ বনগ্রাম মিলন সমিতি ক্লাবের পক্ষ থেকে পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সংবর্ধিত করা হয়।এর সাথে সাথে করোনা সম্পর্কিত সতর্কীকরণের বার্তা এলাকার মানুষদের কাছে পৌঁছে দেন ।এই ক্লাবে এসে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ক্লাব কর্তৃপক্ষের এ ধরনের কাজকে সাধুবাদ জানিয়ে তাদেরকে আরও চারটি অক্সিজেন সিলিন্ডার দেবার আশ্বাস দেন ।এ ছাড়াও বিধায়ক জানান পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শীঘ্রই তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল। এছাড়াও করোনার সংক্রমণ রুখতে এলাকায় সেফ হোম তৈরির কাজ চলছে বলে জানান বিধায়ক ।