প্রতিনিধি,দুর্গাপুর:- কাজ হারিয়ে একটি বেসরকারী কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো প্রায় ২০০ জন শ্রমিক। ২০১৭ সাল থেকে কন্টাক্ট চুয়াল বিশেষ কাজ করছিল প্রায় ২০০ জন শ্রমিক, হঠাৎই গতকাল ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে এই ২০০ জন শ্রমিককে ফোনে বলে দেয়া হয় কাল থেকে আপনাদের কাজ করতে হবে না। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে তাই তারা কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি আমাদেরকে বসিয়ে ভেন্ডার দিয়ে কাজ করাবে, তাদের পুনরায় কাজে বহাল করতে হবে। বিক্ষোভের ফলে অন্য শ্রমিকরা কারখানায় ঢুকতে বাধা পায়। আজ ভেন্ডার ঢুকতে গেলে বাধা দেয় শ্রমিকেরা ।