তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুধবার সকাল থেকে পানাগড় বাজারে উপচে পড়লো ক্রেতাদের ভিড়।পানাগড় বাজারের স্টেশন রোডের বাজার ,পানাগড় সবজি বাজার সহ কাঁকসার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই খোলা সমস্ত দোকান, বাজার।
সামাজিক দূরত্ব না মেনেই প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকে প্রচার করা হলেও হুশ নেই এলাকাবাসীর। অসচেতনতার ছবি ধরা পড়লো পানাগড় বাজার ও কাঁকসায়।
অন্যান্য দিন পানাগড় বাজার সহ প্রতিটি এলাকায় পুলিশের কড়া নজরদারি থাকলেও বুধবার পানাগড় সহ সমগ্র কাঁকসার প্রতিটি বাজারে পুলিশের তেমন কোনো নজরদারি ছিলো না।