নীলেশ দাস,আসানসোল:- করোনার প্রকোপ কমাবার জন্য রাজ্যে চলছে আংশিক লকডাউন আর তারই মাঝে মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তগত শাঁকতোড়িয়া ফাঁড়ির এলাকায় ট্রাক ভর্তি মদ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ডিসেরগড় নাকাচেকিং পয়েন্টে ট্রাক টিকে ধরে ফেলে। সূত্র অনুসারে জানা গেছে যে একটা বড়ো ট্রাকে করে মদ চালান করা হচ্ছিলো। হিমাচল প্রদেশের মদ যেটাতে লেখা ছিলো শুধু মাত্র অরুণাচল প্রদেশে বিক্রি হবে। কিন্তু হিমাচল প্রদেশের মদ আসানসোল হয়ে রাঁচি যাচ্ছিলো। হিমাচল থেকে আসা এই মদ আসানসোল এসে অন্য কোনো মারফত হাতবদল হয় ও আসানসোল থেকে সেটা রাঁচি পাঠানো হচ্ছিলো। এসিপি ওয়েস্ট মোহাম্মদ ওমর আলী মোল্লা জানান, কমকরে ৫ লাখ টাকার মদ উদ্ধার করা হয়েছে। ট্রাকের সামনে দিকে পশু আহার সামগ্রী ও চালানের মধ্যে ও পশু আহার বিল করা ছিলো। হিমাচল থেকে আসা এই মদ যেটা লেখা আছে বিক্রি হবে শুধু মাত্র অরুণাচলে। কিন্তু আসানসোল কেনো এলো আর আসানসোল থেকে রাঁচি কেনো যাচ্ছিলো সেই সব ড্রাইভার কে জিজ্ঞাসা করা হচ্ছে।