ঘূর্ণিঝড় ইয়াস ইতিমধ্যেই শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বুধবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। যার ফলে পূর্ব বর্ধমান জেলার কুনুর নদীর জলস্তর বাড়ছে । প্রতিবছরই বর্ষাকালে কুনুর নদীর জলে প্লাবিত হয় দু'পাড়ের বাসিন্দারা।
গতকাল রাত থেকে অতিবৃষ্টির কারণে কুনুর নদীর জলস্তর বাড়ায় প্লাবিত হতে পারে নদী সংলগ্ন গ্রামগুলি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতার থানার বসতপুর গ্রামের পরিস্থিতি পরিদর্শন করতে গেলেন ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জি, সঙ্গে ছিলেন ভাতার থানার ওড়গ্ৰাম ক্যাম্পের পুলিশ আধিকারিক কবীর উদ্দিন খান সহ অন্যান্য পুলিশকর্মীরা।
এদিন বসতপুর গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ভাতার থানার ওসি প্রণব কুমার ব্যানার্জি। গ্রামবাসীদের আশ্বস্ত করেন ভয়ের কোন কারণ নেই। গ্রামবাসীদের সব রকম সহযোগিতার জন্য আমরা আছি। পাশাপাশি তিনি জানান এখনো বন্যার পরিস্থিতি তৈরি হয়নি। কুনুর নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে সতর্কতার জন্য আগাম গ্রামবাসীদের জন্য বসতপুর স্কুলে ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে ।