Type Here to Get Search Results !

নবগ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হিসাবে শপথ নিলেন সতন সৌমন্ডল

সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর : বৃহস্পতিবার নবগ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসাবে শপথ নিলেন সতন সৌমন্ডল । উল্লেখ্য 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে নবগ্রাম পঞ্চায়েতে সব কটি (১৫-টি ) আসন জিতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস । 

প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন সবিতা বাগদি ও সতন সৌমন্ডল । বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে প্রধান সবিতা বাগতি সহ আরো দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । নির্বাচনের ফল প্রকাশের পর  ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান পদ থেকে ইস্তফা দেন সবিতা দেবী । 

এদিন প্রধান নির্বাচনের জন্য পঞ্চায়েতে বৈঠক হয় । 12 জন সদস্য উপস্থিত ছিলেন । সদস্য অনুপ ভট্টাচার্য প্রধান হিসাবে সতন বাবুর নাম প্রস্তাব করেন । সমর্থন করেন অপর সদস্য সুজিত রায়চৌধুরী । পাণ্ডবেশ্বর ব্লকের জয়েন বিডিও সতন বাবুকে প্রধান হিসাবে শপথবাক্য পাঠ করান । উপস্থিত ছিলেন এপিও বিপ্লব মন্ডল ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad