সোমনাথ মুখার্জি, পাণ্ডবেস্বর:-পশ্চিম বর্ধমান জেলার ইয়াস-ঘূর্ণিঝড়ের সেই রকম কোনো প্রভাব পড়েনি। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, বুধবার সারারাত্রি প্রবল বৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে নদীর উপকূল গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়।
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের অজয় নদীর তীরে অবস্থিত গ্রামগুলিতে বেশিরভাগই মাটির বাড়ি ভেঙে পড়ে। এলাকার বেশিরভাগ মানুষ ভীত হয়ে পড়েছেন। তাদের থাকার কোন জায়গা নেই।
জামুরিয়া বিধানসভার বিধায়ক মাননীয় হরেরাম সিং এই খবর পাওয়া মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তারপরের দিন বৃহস্পতিবার সাতসকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ান। এবং এলাকার 36 ঘন্ডা, শ্যামলা, ভুড়ি, ফরফরি সহ প্রত্যেকটি গ্রাম ঘুরে দেখেন।
তিনি এসে দেখেন যে এই এলাকার শুধু প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত ছাড়াও এলাকায় পানীয় জল, রাস্তাঘাট, গ্রামবাসীদের স্নান করার জন্য একটা ভালো পুকুরও নেই। তাই তিনি এলাকাবাসীদের আশ্বাস দিয়ে যান, যে তিনি অতি শীঘ্রই বিডিও সাহেবের সাথে কথা বলে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত ভেঙ্গে পড়া বাড়িগুলি তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য এবং পানীয় জল, রাস্তাঘাট এবং আরো যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তা নিয়ে কথা বলবেন।