Type Here to Get Search Results !

লকডাউন সফল করতে পথে নামল স্বেচ্ছাসেবী সংস্থা

সংবাদদাতা পাণ্ডবেশ্বর:- পান্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লক ডাউন  সফল করার জন্য পথে নামলেন স্বেচ্ছাসেবী সংস্থা ভীজন লাইফ মানবাধিকার  সংগঠন  । সংগঠনের লোকেরা একদিকে যেমন  বার্তা দিলেন সামাজিক দূরত্ব মেনে চলার । পথেঘাটে হাটে বাজারে মানুষকে করোনা ভাইরাসের রূপ ধরে একেবারে গদা হাতে মাস্ক পরার নির্দেশ দিলেন । কোথাও কোথাও আবার অসচেতন মানুষকে গদা হাতে তেড়ে গিয়ে ধমক দিয়ে মাস্ক  পরার প্রয়োজনীয়তা  সেখান  । এর সাথে সাথে সংগঠনের সদস্যরা পথ চলতি মানুষকে মাস্ক বিতরণও করেন  । স্বেচ্ছাসেবী সংগঠনের এরূপ কাজের জন্য এলাকার এক শ্রেণির বুদ্ধিজীবী মানুষ  সংগঠনের সদস্যদের প্রশংসা করেন  ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad