এতদিন পলাশডিহার মানুষজনকে প্রায় দুই কিলোমিটার হেঁটে দুই নম্বর জাতীয় সড়ক পেড়িয়ে সিটি সেন্টার যেতে হতো, আজ আর যেতে হচ্ছেনা অতদূর দোরগোড়ায় মিলছে এই সুবিধা, স্বাভাবিকভাবেই করোনার অতিমারীর এই সময়ে খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ।
এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট এলাকার রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী গাড়ি করে নিয়ে গিয়ে পূর্বনির্দিষ্ট একটি জায়গায় ক্যাম্প করে বিতরণ করা হচ্ছে ‘দুয়ারে রেশন’ কর্মসূচির মাধ্যমে। যেখানে ক্যাম্প করা হচ্ছে,আসছেন তার নিকটবর্তী এলাকার গ্রাহকেরাই এবং রেশন সামগ্রী বাড়ি নিয়ে যাচ্ছেন লাইনে দাঁড়িয়ে। অর্থাত্, রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে পাড়ার ক্যাম্প থেকেই। তবে এ ক্ষেত্রে দূরে রেশন দোকান যাওয়া থেকে গ্রাহকদের কিছুটা সুরাহা হচ্ছে।
দুর্গাপুর নগর নিগমের খাদ্য দফতরের মেয়র পারিযদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান,সরকারের দুয়ারে রেশন প্রকল্পে অনেক মানুষ উপকৃত হবে। অন্যদিকে জেলা খাদ্য দফতরের এক আধিকারিক জানান, এই প্রকল্পকে আরো ছড়িয়ে দিতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানস রায় জানান, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার। প্রথম ধাপে আজ ৮০জনকে এই রেশন দেওয়া হলো।