তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দীর্ঘদিন ধরে বেহাল,কাঁকসার সিলামপুর থেকে কাঁকসার আয়মা গ্রাম যাবার রাস্তা।রাস্তার অবস্থা এতটাই বেহাল, যে প্রায় ১কিলোমিটার রাস্তা খানা খন্দে ভোরে গেছে।গত কয়েকদিনের বৃষ্টিতে গোটা রাস্তায় একাধিক জায়গায় গর্তে জল জমে যায়।চার চাকা গাড়ি তো দূরের কথা সাইকেল মোটর সাইকেল নিয়ে চলা দায় হয়ে পড়ে হালকা বৃষ্টিতে।
সামনেই বর্ষা কাল, বৃষ্টির ফলে ওই রাস্তা মারণ ফাঁদে তৈরি হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকসা আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে আয়মা গ্রামের মানুষদের বাজার ঘাট করতে যেতে হয় সিলামপুর কিংবা পানাগড় বাজারে।
কিন্তু এই বেহাল রাস্তায় যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। নেই রাস্তার উপরে পথ বাতি, যার কারণে দিনের থেকেও বেশি ভয়ানক হয়ে ওঠে রাতের অন্ধকারে।
স্থানীয়দের অভিযোগ ওই রাস্তার উপর দিয়েই নিত্য দিন কয়েকশো বালি বোঝাই লরি ও ট্রাক্টর চলাচল করে। কিন্তু রাস্তার মেরামত হয় না কখনো। তবে লকডাউনের জন্য বালির গাড়ি বন্ধ থাকলেও সামনের বর্ষা কালের জন্য চিন্তায় পড়েছেন গ্রামের বাসিন্দারা।
বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলে নি। গত বিধানসভার পরেও ওই অঞ্চলে দুর্গাপুর পূর্ব বিধানসভার বাম বিধায়কের কোনো দিন দেখা মেলে নি বলে অভিযোগ তোলেন গ্রামের বাসিন্দারা।