তনুশ্রী চৌধুরী,পানাগড়:- করোনা সচেতনতা প্রচার ও সচেতন থাকার বার্তা দিয়ে এলাকার মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০ তম প্রয়াণ দিবস পালন করলেন কাঁকসা ব্লকের কংগ্রেস কর্মীরা।
ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার পানাগড় বাজারে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জানান কাঁকসা ব্লকের কংগ্রেসে কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ইন্দর কুমার মেহেরা সহ কাঁকসা ব্লকের কংগ্রেসের কর্মী সমর্থকরা।
ব্লক সভাপতি পুরব ব্যানার্জি জানিয়েছেন আজ রাজীব গান্ধীর প্রয়ান দিবস। সেই উপলক্ষ্যে তারা দিন টি পালন করলেও কোভিড প্রোটোকল মেনে গুটি কয়েক কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত থেকে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ও এলাকার মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।পাশাপাশি, করোনা আবহে সকলকে সুস্থ ও সচেতন থাকার বার্তা দেন সকলে।