এবার পূর্ব বর্ধমানেও দুয়ারে রেশনের মহড়া হল।শুক্রবার জামালপুরের ৩২ বিঘা গ্রামে দুয়ারে রেশন দেওয়ার কাজ শুরু হল পরীক্ষামূলক ভাবে। সেলিমাবাদ সমবায়ের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র ৩২ বিঘা গ্রামে নিয়ে গিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুয়ারে রেশন কর্মসূচি শুরু হল বিনপুরের পর জামালপুরে।
এদিনের দুয়ারে রেশনের মহড়াতে উপস্থিত ছিলেন, বিধায়ক অলোক মাঝি, জেলা খাদ্য আধিকারিক বাবুয়া সর্দার,জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক । ৩২ বিঘা গ্রামের ২০ টি পরিবারের হাতে রেশনে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, গোটা রাজ্যের ২৮ টি ব্লকের মধ্যে জামালপুর ব্লকেও দুয়ারে রেশন কর্মসূচি পরীক্ষামূলক পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত।আগামী পয়লা জুন থেকে এই কর্মসূচি পুরপুরি ভাবে চালু করা হবে।তিনি বলেন,এদিনের কর্মসূচি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে রাজ্যে পাঠানো হবে মডেল হিসেবে।