তনুশ্রী চৌধুরী,পানাগড়:-গত কয়েকদিন আগে পানাগড় গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক জনের। তারপর থেকেই গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পাশাপাশি গোটা গ্রামজুড়ে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত রয়েছেন।
তাই গ্রামের মানুষ যাতে সুস্থ ও নিশ্চিন্তে থাকতে পারে সেই কারণে পানাগড় গ্রাম ছাত্র সমিতি ক্লাবের উদ্যোগে শুক্রবার পানাগড় গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে করোনা পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এবং তার সাথে গোটা গ্রামজুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই এলাকার মানুষের আতঙ্ক দূর করতে এবং এলাকার মানুষ যাতে সুস্থ এবং নিশ্চিন্ত ভাবে থাকতে পারে তাই ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়ে তারা এই বিনামূল্যে করোনা পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন।
এদিন প্রায় ১০০-র বেশি মানুষ শিবিরে এসে র্যাপিড টেস্ট করান।র্যাপিড টেস্টের পাশাপাশি এলাকার মানুষকে করোণা সচেতনতার বার্তা দেন ক্লাবের সদস্যরা ও স্বাস্থ্যকর্মীরা।