নীলেশ দাস, আসানসোল:- বিধানসভা নির্বাচনে পরাজিত দক্ষিণ বিধানসভার প্রার্থী সায়নী ঘোষ। বৃহস্পতিবার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনে পরাজিত হওয়ার পর এই প্রথম এসে ত্রাণ বন্টন করলেন। করোনা ভয়াবহ পরিস্থিতিতে সকল মানুষদের সাথে দেখা করে মাস্ক সহ ত্রান তুলে দেন। আসানসোলের কালিপাহাড়ি, দামরা গ্রামে। পরে বার্নপুর যাওয়ার কথা তার। যদিও সেই কেন্দ্রে তিনি পরাজিত হলেও কিন্তু আবেগ রয়েগেছে এই কেন্দ্রের মানুষের প্রতি। তাই সকল মানুষের খবরা খবর নেয় এদিন। এই বিষয়ে অভিনেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাস করলে তিনি জানান,কাজ করার জন্যে মানুষের সাথে নির্বাচনের দরকার নেই।
নির্বাচনের ফলাফল যাইহোক না কেনো আমি ওদের স্নেহ ভালোবাসা পেয়েছি তাই এসেছি।পাশাপাশি দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এর নিয়ে কথা বললে, এই মাত্র জানতে পারলাম অগ্নিমিত্রা পালের কোভিড হয়েছে। কারণ এখানকার নির্বাচিত বিধায়িকা,বেশিদিন শয্যাশায়ী থাকলে অসুবিধা হবে এখানকার মানুষের সাথে সাথে নিজেরও। তবে অগ্নিমিত্রা পালের প্রতি দ্রুত আরোগ্য কামনা করছি বলে জানান তিনি।