নীলেশ দাস,আসানসোল:- করোনা পরিস্থিতিতে এগিয়ে এলো এক ব্যাবসায়ী।করােনা যুদ্ধে বিধায়কের হাত মজবুত করার লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী রামেশ্বর তেওয়ারি।বিধায়ক বিধান উপাধ্যায়ের হাতে দশটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভােলা সিং বলেন, আগেই তারা দশটি সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন,এবার আরও দশটি পাওয়ার ফলে মােট ২০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা আইটিআই এ কোভিড পরিষেবা কেন্দ্র সহ সালানপুর ব্লকের সর্বত্রই জরুরি পরিষেবা দিতে সমর্থন হবেন।মিহিজাম নিবাসী রামেশ্বর বাবুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতি তে সকলকে এগিয়ে আসতে হবে নিঃস্বার্থভাবে।
অন্যদিকে আইটিআই কোভিড পরিষেবা কেন্দ্রে এখন ১৪ জন করােনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাক্তি করােনা মুক্ত হয়ে এক বাড়ি ফিরলেন।পাশাপাশি প্রধান স্বাস্থ্য কর্মী পিন্টু দাস জানান, তারা সমস্ত রকম পরিষেবা সর্বক্ষণ দিয়ে যাচ্ছেন,সঙ্গে করােনা আক্রান্ত দের মানসিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে সম্ভব মত সাহসও যােগাচ্ছেন তারা।পাশাপাশি এই ধরনের কাজে এগিয়ে আসতে আহ্বান জানান তারা।