স্থানীয়রা দেখতে পেয়েই জলাশয় ভরাটের কাজে বাধা দেয়। স্থানীয়দের অভিযোগ বছর খানেক আগে এই জলাশয় ভরাট করার চেষ্টা করা হচ্ছিলো। স্থানীয়দের চেষ্টায় তা বাধা পেয়ে বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার লকডাউনের সুযোগে ফের জলাশয় ভরাটের কাজ শুরু করা হয়েছিলো। কাজ বন্ধ করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
কাঁকসায় জলাশয় ভরাটের ঘটনা এই প্রথম নয়।এর আগেও বহুবার কাঁকসার বিভিন্ন এলাকায় জলাশয় ভরাটের অভিযোগ ওঠে।স্থানীয়দের প্রতিবাদের ফলেই প্রশাসন জলাশয় গুলি ভরাটের কাজ বন্ধ করে।
স্থানীয়দের অভিযোগপানাগড় নাগরিক মঞ্চের সদস্য তথা পরিবেশবিদ প্রকাশ দাস বলেন, কাঁকসায় জলাশয় ভরাটের একটা চক্র সক্রিয় রয়েছে।নির্বাচন ও লকডাউনে প্রশাসনিক ব্যস্ততার সুযোগে এই অসৎ চক্র একটার পর একটা পুকুর ভরাটের মতো শাস্তিযোগ্য অপরাধমূলক কাজ করে যাচ্ছে। পরিণামে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে ভবিষ্যতে এলাকায় জলসঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে তার মত।