তনুশ্রী চৌধুরী,পানাগড়:-এলাকার মানুষের আতঙ্ক দূর করতে এবং এলাকায় যাতে মানুষ সুস্থ এবং নিশ্চিন্ত থাকতে পারে তার কারণে কাকসা ব্লক প্রশাসনের পক্ষ থেকে র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হলো। বৃহস্পতিবার পানাগড়ের রেলপার অগ্রগামী ক্লাবে স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমা গুহ রায়ের উদ্যোগে ও ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়।
প্রশাসনের উদ্যোগে খুশি এলাকার মানুষ। তারা জানিয়েছেন হাসপাতালে এলাকার মানুষ করোনা পরীক্ষা করতে গেলে সেখানে অতিরিক্ত ভিড় জমায় আতঙ্কিত হয়ে তারা চলে আসেন। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যার কাছে এলাকার মানুষ আবেদন করেন এলাকায় বিনামূল্যে র্যাপিড টেস্টের ব্যবস্থা করার জন্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা উদ্যোগ নিয়ে ব্লক স্বাস্থ্য দপ্তরে আবেদন করলে। ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন প্রায় ১০০জনের র্যাপিড টেস্ট করা হয়।