Type Here to Get Search Results !

করোনায় আক্রান্ত আশাকর্মীর পরিবারের পাশে স্বাস্থ্য কর্মচারী ফেডারেশন

পূর্ববর্ধমানের গলসিতে করোনায় আক্রান্ত আশাকর্মী মধুমিতা বাউরী ও তার গোটা পরিবার। মারণব্যাধিতে যখন তার গোটা পরিবারকে গ্রাস করছে এমন সময় তার পাশে দাঁড়াতে এগিয়ে এলো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের  বিএমওএইচ ফারুক হোসেন। 

পজেটিভ রিপোটের খবর পেয়েই আশা কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। তার উদ্দ্যোগে পঃবঃ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার পুরসা ইউনিট দু'মাসের খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যায় আশাকর্মীর বাড়িতে।

মধুমিতাদেবী গলসি ১ নম্বর ব্লকের মানকরের বাসিন্দা। পরিবারে তিনি তার স্বামী ও একটি সন্তান রয়েছে। গোটা পরিবার করোনা আক্রান্ত হওয়ায় একপ্রকার একঘরে হয়ে পরেন তিনি ও তার পরিবার। বাড়িতে স্বামী স্ত্রী দু'জনই করোনা আক্রান্ত হওয়ায় গোটা পরিবার নিয়ে হোম কোয়ারিনটাইনে আছেন । 

বাড়ি থেকে তারা বাইরে বের হতে পারছিলেন না। কোন রকম এর ওর কাছ থেকে চেয়ে চিন্তে দিন চালাচ্ছিলেন। বিপদের দিনে তাকে চাল, ডাল আনাজপাতি, তেল মসলা, ফলমুল,  সহ সবকিছু দিয়ে পাশে দাঁড়ালেন তারই সহকর্মীরা। 

বৃহস্পতিবার  দুপুরে পুরসা স্বাস্থ্য কেন্দ্রের  তিন চারজন কর্মী একটি গাড়ি করে ওই খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যান মধুমিতার  বাড়িতে।  তুলে দেন তারা দু'মাসের খাবার। সরকারী কর্মচারীদের পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফিরে পান মধুমিতা ও তার পরিবার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad