এবার ভোট পরবর্তী হিংসায় তপ্ত হল পূর্ব বর্ধমানের গলসি। মঙ্গলবার গলসী ২ নম্বর ব্লকের গলসি বাজারে তৃণমূল অফিসে ব্যাপক ভাংচুর চালানো হয়।তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা হঠাৎই আক্রমণ করে। হামলায় জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নবকুমার হাজরাও আক্রান্ত হন।তৃণমূল কার্যালয়ে থাকা টিভি,চেয়ার,বাইকে ভাংচুর চালানো হয় ।জেলার সহসভাপতি নবকুমার হাজরা আহত হয়,তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ যায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল দিচ্ছে।যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।