তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার সকালে মুচিপাড়া শিবপুর রোডে মলানদিঘি এলাকায় কুনুর নদীর ব্রিজের একটি অংশ হঠাৎই বসে যায়। সমস্যা হয় যান চলাচলের। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা পৌঁছায়। ঘটনাস্থল পরিদর্শন করার পর,দ্রুত ব্রিজের রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়েছে। কুনুর নদীর ব্রিজের রাস্তার মেরামতের কাজ শুরু হওয়ায় মুচিপাড়া শিবপুর রোডের যানজট সৃষ্টি হয়েছে।