বেলকাশ অঞ্চলের মিলিক পাড়া এলাকায় গতকাল রাত থেকে প্রায় ২০০ জন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তান্ডব চালায় বলে অভিযোগ। এলাকার প্রায় দশটি দোকান ঘর ভেঙে দিয়েছে, মুড়ি মিল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ বিজেপির। ভয়ে এলাকাছাড়া গ্রামের বিজেপি কর্মীরা।
গ্রামবাসীদের অভিযোগ নির্বাচনের ফল বেরানোর পর থেকেই পাশের গ্রাম ধরমপুর ও বোধপুরের প্রায় ২০০ তৃণমূল কর্মী দফায় দফায় মিলিকপাড়া এলাকায় আক্রমণ চালায়।
আজ সকালেও তারা সদলবলে এসে আবারও এলাকায় ভাঙচুর চালায় বলে অভিযোগ। একটি মুড়ি মিল সহ দশটি দোকানে ভাঙচুর চালানো হয় । এলাকার বাসিন্দা সবিতা মল্লিক জানান, ধার দেনা করে মুড়ির কারখানা করেছিলাম ওরা এসে সব ভেঙে দিয়ে গেল। আমার স্বামী তৃণমূল কংগ্রেসের কর্মী তার কোনো কথা ওরা শোনেনি। অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যাব কি করব বুঝতে পারছি না। এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহদেব মল্লিক স্বীকার করে নিয়েছেন, যারা এসব করেছে তারা সকলেই দলীয় কর্মী। তবে আমি দলকে জানিয়েছিলাম যাতে এলাকায় কোন অশান্তি না হয়। ওরা আমার কোনো কথা শোনেনি।আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানাব। ঘটনার পর এলাকায় পুলিশি টহলদারি চলছে। আতঙ্কে রয়েছে মিলিকপুরের সাধারণ মানুষজন।